বাংলার গর্ব মমতা কর্মসূচি সফল করতে মরিয়া মন্ত্রী

আমাদের ভারত, মেদিনীপুর, ৮ মার্চ: বাংলার গর্ব মমতা কর্মসূচি সফল করতে মরিয়া বিধায়ক তথা মন্ত্রী সৌমেন মহাপাত্র। তার বিধানসভা এলাকায় গতকাল শনিবার থেকে এই কর্মসূচি শুরু করেছেন তিনি। বিধানসভা এলাকার প্রতিটি মানুষের কাছে কর্মসূচির গুরুত্ব পৌঁছে দিতে তিনি টানা অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলার গর্ব মমতা কর্মসূচি মূলত তৃণমূলের কর্মী সম্মেলন কেন্দ্রিক হলেও তা এলাকার মানুষের কাছে গুরুত্ব দিয়ে তুলে ধরার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন মন্ত্রী সৌমেন মহাপাত্র।

গতকাল তিনি পিংলাতে প্রায় চারশো দলীয় কর্মীদের নিয়ে  বাংলার গর্ব মমতা কর্মসূচির অনুষ্ঠানে কর্মসূচির বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এদের আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here