পুরুলিয়ার মানবাজারে ঊষর মুক্তি প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে শ্রমিকদের মাস্ক পরিয়ে দিলেন মন্ত্রী সন্ধ্যা রানি

সাথী দাস, পুরুলিয়া, ২ জুন: জাতীয় কর্ম নিশ্চয়তা প্রকল্পে কর্মরত শ্রমিকদের মাস্ক বিতরণ করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু। মানবাজার ১ ব্লকের জিতুজুড়ি পঞ্চায়েত এলাকার কাদলাগোড়া গ্রামে রাজ্যের ঊষর মুক্তি প্রকল্পের আওতায় কাজ করছিলেন ওই শ্রমিকরা। আজ সেই কাজে শ্রমিকদের উৎসাহ দিতে পরিদর্শনে যান মন্ত্রী সন্ধ্যারানী ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু। সেখানে মাস্ক ছাড়াই কাজ করছিলেন শ্রমিকরা। পরিস্থিতির কথা মাথায় রেখে ওই শ্রমিকদের মাস্ক পরিয়ে দেন মন্ত্রী ও কর্মাধ্যক্ষ।

সম্পদ সৃষ্টির কাজ গত মাস থেকেই পুরুলিয়া জেলায় শুরু করেছেন জব কার্ডধারীরা। কাজ করলেও মাস্ক ক্রয় করে ব্যবহার করতে পারেননি তাঁরা। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি প্রয়োজনীয় ব্যবস্থা নেন কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু। মূলত তাঁর তৎপরতায় এদিন মাস্ক পেলেন ওই এলাকায় কর্মরত ১৫০ জবকার্ডধারী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here