কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে শ্রমিকদের আশ্বস্ত করলেন মন্ত্রী সন্ধ্যা রানি টুডু

সাথী দাস, পুরুলিয়া, ৩ জুন: ভিন রাজ্য থেকে জেলায় ফেরা শ্রমিকদের আতঙ্ক, মানসিক অবসাদ দূর করতে কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে আশ্বস্ত করলেন মন্ত্রী সন্ধ্যা রানি টুডু। মানবাজার গভর্মেন্ট আইটিআই কলেজে গড়ে তোলা ওই সেন্টারে গিয়ে খোঁজ খবর নেন মন্ত্রী। কর্মাধ্যক্ষ গুরুপদ টুডুকে সঙ্গে নিয়ে শ্রমিকদের থাকা খাওয়া ব্যবস্থা সম্পর্কে নজর ও দেন মন্ত্রী। তাঁদের কাছে ঘরোয়া পরিবেশে থাকা এবং ব্যবস্থাপনা সম্পর্কে খুশি প্রকাশ করেন কোয়ারেন্টাইন সেন্টারে থাকা শ্রমিকরা।

মানবাজার-১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় নীলাদ্রি সরকারের তত্বাবধানে কয়েকদিন আগেই পরিযায়ী শ্রমিকদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে তৈরি করা হয়। ওই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানটিতে। এছাড়া মানবাজার বিধানসভা এলাকায় জামবনি জুনিয়র হাই স্কুল ও মাঝিহিড়ায় একটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে। গুজরাট, মহারাষ্ট্র  এবং কর্ণাটক থেকে আসা পরিযায়ী শ্রমিকরা এই মুহূর্তে রয়েছেন। কিছু শ্রমিক ইতিমধ্যেই বাড়ি ফিরে গিয়েছেন।

আজ কোয়ারেন্টাইন সেন্টারে পরিদর্শন করতে গিয়ে শুকনো খাবার এবং জল বিতরণ করেন মন্ত্রী ও কর্মাধ্যক্ষ। শ্রমিকরাও জানান কোয়ারেন্টাইন সেন্টারে সু-বন্দোবস্ত করা হয়েছে। এমনকি মন্ত্রীকে তাঁরা জানান বাড়ির থেকেও সেখানে ভালো আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *