রেল বেসরকারিকরণ সহ পশ্চিমবঙ্গকে একাধিক বঞ্চনার অভিযোগ মন্ত্রী শশী পাঁজা’র

রাজেন রায়, কলকাতা, ৪ জানুয়ারি: বিধানসভা নির্বাচন হওয়ার আগে কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা নিয়ে আক্রমণ জারি রেখেছেন মুখ্যমন্ত্রী এবং তার সাংসদ বিধায়করা। এদিন তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠকে মন্ত্রী শশী পাঁজা রেলের বেসরকারিকরণ ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন। কেন্দ্রের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে একাধিক বঞ্চনার অভিযোগ প্রকাশ্যে আনলেন তিনি।

শশী পাঁজা অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গের জন্য যে সমস্ত প্রকল্প নিয়েছিলেন, সেইসব প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যে উন্নয়ন হয়েছিল, তা পুরোপুরি থমকে গিয়েছে। আর সেই রেল বেসরকারি হাতে চলে যাচ্ছে।

এছাড়া বিভিন্ন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে অভিযোগ করেন মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, শুধুমাত্র রাজনীতি করার জন্য একাধিক প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না। বিভিন্ন চালু প্রকল্প আটকে রেখে দেওয়া হচ্ছে। আর তার ফলে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। তবে কেন্দ্রীয় সরকারের আসল স্বরূপ সাধারণ সচেতন মানুষ ঠিকই বুঝতে পারবেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here