সোনাগাছির বাসিন্দাদের সাহায্যে এগিয়ে এলেন মন্ত্রী শশী পাঁজা

নীল বনিক, আমাদের ভারত, ২৮ মার্চ: লকডাউন এর ফলে গোটা রাজ্যে সাধারণ মানুষ এখন ঘরবন্দি। তাই খেটে খাওয়া শ্রমিক থেকে রিকশাচালক ফুটপাথ বাসীদের খাবার পৌঁছে দিতে রাস্তায় নামেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের মন্ত্রী তথা শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শশী পাঁজা উত্তর কলকাতার নিষিদ্ধ পল্লীর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। দুর্বার মহিলা সমিতির সঙ্গে যোগাযোগ করে দুস্থ পতিতাদের আগামী সোমবার সোনাগাছিতে গিয়ে ড্রাই ফুড অর্থাৎ চাল ডাল আলু ও আটা বিতরণ করবেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

শুধু তাই নয় মঙ্গলবার থেকে তাদের নিয়মিত দু’বেলা খাওয়ানোর ব্যবস্থা করছেন নিজের উদ্যোগেই। সোনাগাছির এক হাজারেরও বেশি যৌনকর্মীর অবস্থা খারাপ। তাদের দেহ ব্যবসা বন্ধ। তাই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শশী পাঁজা। তিনি শনিবার নিজের বিধানসভা কেন্দ্রের মধ্যে পোস্তা বাজার, খোট্টা বাজার, নতুন বাজার এলাকা ঘুরে দেখেন। সাধারণ মানুষ নির্দিষ্ট দূরত্ব মেনে সেখানে কেনাকাটা করছে কিনা তা খতিয়ে দেখেন শশী পাঁজা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here