মুর্শিদাবাদ থেকে আলকায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া যুবকদের পরিবারের পাশে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১ অক্টোবর: মুর্শিদাবাদ থেকে আলকায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়া যুবকদের পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। ডোমকল মহকুমা থেকে জঙ্গি সন্দেহে যাদের গ্রেফতার করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই অভিমত রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর।

আজ বহরমপুরে মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগারে ধৃতদের পরিবারের সদস্যদের নিয়ে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, ধৃতদের পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী অভিযুক্তরা নির্দোষ। একই সাথে সিদ্দিকুল্লাহ জানান, লকডাউন পরিস্থিতি না হলে এই গ্রেফতারের প্রতিবাদে বড় সভা বহরমপুর বা ডোমকলে করা যেত কিন্তু এখন সে পরিবেশ নেই। তাঁর অভিযোগ, বিজেপি সাম্প্রদায়িক বিভাজন চাইছে। একই সাথে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন গ্রন্থাগার মন্ত্রী।

গ্রন্থাগার মন্ত্রীর অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ ঘুমিয়ে থাকে। তিনি বলেন, “আরবি বই মানে কি আল কায়দা বই? গ্রামে দশটা বাড়ি খুঁজে দেখুন গ্রামে কোনও আল কায়দা আছে কি না? মুসলিমরা দেশে গদ্দারী করেনি। মুসলিম সমাজকে বিদ্রুপ করা ঠিক না। তিনি হুমকির সুরে বলেন, বন্দুকের নল দেখিয়ে ডিস্টার্ব করে কিছু হবে না, এনআইএ কে দেখিয়ে কিছু হবে না। সবাই দেশকে ভালোবাসেন, সবাই বসুন একসাথে। আমাদের মতো দেশের ভালোবাসা আন্দোলন কারো নেই। বিজেপি ও এনআইএর কাছে আমাদের দেশের ভালোবাসা শিখতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *