
আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুন: অনন্তনাগে নিহত পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সিংপুর গ্রামের শহিদ সিআরপিএফ জওয়ান শ্যামল কুমার দে’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর পর তার পিতা বাদল কুমার দের হাতে ব্যক্তিগতভাবে নগদ ৫০,০০০ টাকা তুলে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অধ্যাপক ড: সৌমেন কুমার মহাপাত্র। রবিবার সৌমেন মহাপাত্র নিহত জোয়ানের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বীর শহিদ শ্যামল কুমার দের আত্মার শান্তি কামনা করেন।