ঘাটালে ঝুমি নদীর ওপর ব্রিজের শিলান্যাস করলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ জানুয়ারি: শুক্রবার ঘাটালের মনসুকাতে ঝুমি নদীর ওপর কংক্রিটের ব্রিজের শিলান্যাস করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন,
স্বাধীনতার এত বছর পরেও ঘাটালের মনসুকাতে ঝুমি নদীর ওপর ব্রিজ তৈরির চিন্তাভাবনা হয়নি। রাজ্যের বিভিন্ন জায়গায় ব্রিজ তৈরি হয়েছে। তাহলে এখানেই বা ব্রিজ তৈরি হবে না কেন। তিনি বলেন, এই ব্রিজের নামকরণ করা হয়েছে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের নাম অনুযায়ী ভগবতী সেতু। এই সেতু তৈরি হলে পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার মধ্যে যোগাযোগ অনেক সহজ হবে, শুধু তাই নয় ছাত্র-ছাত্রীদের পক্ষে যাতায়াতের বিশেষ সুবিধা হবে।

মন্ত্রী আরও বলেন, এই ভগবতী সেতু ৮২২ ফুট লম্বা।চারটি পিলারের ওপর অবস্থান করবে সেতুটি এবং এটি নির্মাণে ব্যয় হবে ১৬ কোটি টাকা। তিনি বলেন, আমরা কোনও কাজ শুধু শিলান্যাস করে রাখি না, তা বাস্তবায়িত করি। এই সেতুর কাজ শীঘ্রই শুরু হবে। এই সেতু তৈরি হলে এখানকার পাশাপাশি গ্রাম যেমন দৌলতচক, প্রসাদ চক সহ হুগলি এবং পশ্চিম মেদিনীপুরের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। দুই জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থার প্রচুর উন্নতি ঘটবে।

উল্লেখ্য, ঝুমি নদীর ওপর বাঁশের সাঁকোর উপর দিয়ে চলাচল করতে হয়। বর্ষাকালে চলাচলের একমাত্র ভরসা নৌকো। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই নদীর ওপর কংক্রিটের সেতু তৈরির। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায়, ঘাটাল বিধানসভার বিধায়ক শঙ্কর দলুই,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক এবং জনপ্রতিনিধিরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here