ফুটবলের জন্য সিঁথির মোড় থেকে মিছিল, মশাল জ্বালিয়ে এমএলএ কাপ প্রতিযোগিতার সূচনা করলেন মন্ত্রী তাপস রায়

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২২ জানুয়ারি:
ফুটবলের জন্য হাঁটা। সুস্থ সমাজ গঠনে সিঁথির মোড় থেকে বরানগর লোল্যান্ড খেলার মাঠ পর্যন্ত কয়েকশ ক্রীড়া প্রেমী যুবক যুবতী, ছাত্রছাত্রী ও সাধারন মানুষকে নিয়ে মিছিল করে মশাল জ্বালিয়ে বিধায়ক কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন মন্ত্রী তাপস রায়।

সুস্থ সমাজ গঠনে প্রয়োজন খেলাধুলার। খেলাধুলাকে সমাজে এগিয়ে নিয়ে যেতে তৎপর বর্তমান রাজ্য সরকার। সেই কারনে অন্যান্য বছরের মত চলতি বছরেও উত্তর ২৪ পরগনার বরানগরে শুরু হতে চলেছে এম এল এ কাপ ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার সূচনা করলেন রাজ্যের মন্ত্রী তথা বরানগরের বিধায়ক তাপস রায়। তাপস রায় বলেন, “সুস্থ সমাজ গঠন করতে খেলাধুলার জুড়ি নেই। খেলাধুলা করলে শরীর ও মন দুইয়েরই বিকাশ ঘটে। আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাসী। তাই খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে সুস্থ সমাজ গড়তে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here