
আমাদের ভারত, আরামবাগ, ১৩ ডিসেম্বর: সিএবির বিরুদ্ধে সংখ্যালঘুদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল
আরামবাগের হরিণখোলা। রাস্তায় আগুন ধরিয়ে পথ অবরোধ করল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। শুক্রবার বিকেল থেকে দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠল গোটা আরামবাগ।
জানাগেছে, আরামবাগে হরিণখোলা এলাকায় একটি মসজিদের নামাজের পর হাজার হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই বিলের বিরোধীতায় পথে নামেন। কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে এই বিলের বিরোধীতা করেন। আরামবাগ তারকেশ্বর রোডের হরিণখোলা মোড়ের রাস্তায় টায়ার জ্বালিয়ে দীর্ঘসময় ধরে পথ অবরোধ করে রাস্তায় বসে পড়েন তারা। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে আরামবাগের বিভিন্ন এলাকা। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে হরিণখোলা জুড়ে। ঘটনাস্থলে পুলিশ গেলপ পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট। ঘটনায় আহত হন এক পুলিশ আধিকারিক।
সংখ্যালঘুদের দাবি, এই বিল বাতিল করতে হবে। স্বাধীন দেশের মানুষদের পরাধীন করে দেওয়ার অধিকার কোনও ভাবেই নেই বিজেপি সরকারের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামানো হয় র্যাফ।