“সংখ্যালঘুরা স্পেশাল প্যাকেজ পাবে না”, “দেশবিরোধীদের গুলি করে মারা উচিত”: বিজেপি নেতা

আমাদের ভারত,২৪ জানুয়ারি: সংখ্যালঘুদের উদ্দেশ্যে ফের বিতর্কিত মন্তব্য শোনা গেল আরো এক বিজেপি নেতার মুখে। কর্ণাটকের রাজস্ব মন্ত্রী আর অশোক বলেছেন, দেশবিরোধীদের গুলি করে মারা উচিত। অন্যদিকে বিজেপি নেতা রেণুকাচার্য বলেছেন, সংখ্যালঘুরা যাতে আর কোনো স্পেশাল প্যাকেজ না ব্যবস্থা করব।

বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্কের ঘটনা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন কর্নাটকের মন্ত্রী আর অশোককে। জবাবে তিনি বলেন, “সমস্ত দেশ বিরোধীকে গুলি করে মারা উচিত।” এরপর বিধান সৌধতে নেতাজির মূর্তিতে মাল্যদান করার পর আর আশক আরও বলেন, “যারা যারা পাকিস্তানের সুরে গলা মেলাচ্ছেন, দেশবিরোধী কাজে মদত দিচ্ছেন, তারা হিন্দু, খ্রিস্টান বা মুসলিম যেই হন তাদের অবশ্যই গুলি করে মারা উচিত”।

তবে শুধু আর অশোক নন কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার রাজনৈতিক সচিব রেনুকাচর্যা আবারও বলেছেন, সংখ্যালঘুদের কোনও বিশেষ প্যাকেজ দেওয়া হবে না। তিনি বলে,”যখন তাদের উন্নয়নমূলক অর্থের প্রয়োজন হয়, তখন বিশেষ প্যাকেজ চাইতে তারা আমাদের কাছে আসেন। আর টাকা পেয়ে গেলেই তারা নির্বাচনের সময় কংগ্রেস, জেডিএসকে ভোট দেন। এইরকম দ্বিমুখী মানুষদের আমরা চাই না। এই সম্প্রদায়ের জন্য যাতে কোনো বিশেষ প্যাকেজ মঞ্জুর না হয় তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের উপর চাপ সৃষ্টি করবো”।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here