বারাসতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হল এক যুবকের মৃত্যুর বিভ্রান্তিকর খবর

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ জানুয়ারি: এবার সোশ্যাল মিডিয়ায় জীবিত যুবকের মৃত্যুর বিভ্রান্তিকর গুজব ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটল। ঘটনায় পুলিশের দ্বারস্থ হল ওই যুবকের পরিবার। এই ঘটনা উত্তর ২৪ পরগণার বারসতের।

জানাগেছে অঙ্কুশ দে নামে এক যুবক কয়েক মাস ধরে মানসিক অসুস্থতায় ভুগছে। বর্তমানে সে বারাসতে তার বাবা চন্দনদের সঙ্গে ত্রিকোণ পার্ক এলাকায় থাকে। সম্প্রতি মিঠুন রায় নামে এক যুবক ফেসবুকে অঙ্কুশের ছবি ও বাইকের ছবি দিয়ে গুজব ছড়িয়ে দেয় অঙ্কুশ দে পথ দুর্ঘটনায় মারা গেছে। যদিও সে বর্তমানে মানসিক ভাবে অসুস্থতার কারণে বাড়িতে আছে। ফেসবুকে নিজেই নিজের মৃত্যুর খবর দেখে আরো অসুস্থ হয়ে পড়ে ওই যুবক। এরপরই বৃহস্পতিবার ওই যুবকের বাবা চন্দন দে বারাসাতে এস পি অফিসে এসে সাইবার ক্রাইম ধারায় অভিযোগ দায়ের করেন। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় গুজব ভাইরালকারী অভিযুক্ত মিঠুন রায়কে খুঁজছে পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here