সুরাট থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হাওড়ার এক জরি শিল্পী

আমাদের ভারত, হাওড়া, ২৭ ফেব্রুয়ারি: সুরাটে জরির কাজ করতে গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ এক জরি শিল্পী। চারদিন ধরে তাঁর খোঁজ না মেলায় উদবিগ্ন পরিবারের লোকজন। ট্রেন থেকে তিনি নিখোঁজ হয়েছেন বলে পরিবারের দাবি।

গ্রামীন হাওড়ার জগতবল্লভপুর থানার পাতিয়ালের বাসিন্দা বছর তিরিশের অজয় চক্রবর্তী নামে ওই জরি শিল্পী গত চারদিন ধরে নিখোঁজ। পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও ওই ব্যক্তির সন্ধান পাননি। এর জেরেই উদ্বিগ্ন পরিবারের লোকজন। গতকাল হাওড়া জিআরপিতে এনিয়ে একটি মিসিং ডায়রিও করে নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজন।


ছবি: উদ্বিগ্ন পরিবারের লোকজ।

তার বৌদি জানান, জরির কাজে গত এক সপ্তাহ আগে সূরাট গিয়েছিলেন তার দেওর। এরপর গত শুক্রবার তিনি আমেদাবাদ হওড়া এক্সপ্রেসে বাড়ি ফেরার জন্য ওঠেন। তবে তিনি জানান যে, ট্রেনে খাবার খেয়ে অসুস্থ বোধ করছিলেন অজয়বাবু। এরপর থেকেই তাঁর ফোন ধরছিলেন অন্য এক ব্যক্তি। রবিবার তার সাতরাগাছি স্টেশনে নামার কথা ছিল। কিন্তু স্টেশনে পরিবারের লোকেরা এসে তার দেখা পায়নি। ফোন করা হলেও বর্তমানে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। জোর করে কেউ তাকে আটকে রেখেছে বলে অনুমান পরিবার পরিজনদের। হাওড়া জিআরপি এই ঘটনার তদন্ত শুরু করেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here