কাঁথিতে দোকানে গিয়ে নিখোঁজ যুবতী

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ ফেব্রুয়ারি: বাড়ি থেকে দোকানে জিনিস আনতে গিয়ে নিখোঁজ এক যুবতী। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কাঁথি থানার আটলাগড়ি গ্রামে। এই গ্রামের চন্দন শিটের তিন মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, বাকি দুই মেয়ে বাড়িতে থাকতো। মেজো মেয়ে রিমা শিট বাড়িতে টেলারিংয়ের কাজ করতো।

গত শনিবার বাড়ির কাছে কাঁথি বাজারের একটি দোকান থেকে টেলারিংয়ের মাল আনতে বেরোয় সকাল দশটা নাগাদ। সকাল গড়িয়ে দুপুর হলেও মেয়ে বাড়ি না ফেরায় চিন্তায় পড়েন বাড়ির লোকজন। খোঁজাখুঁজি শুরু করা হয় আত্মীয়স্বজনের বাড়ি থেকে কাঁথি শহর জুড়ে। মেয়ের হদিস না পেয়ে অবশেষে কাঁথি থানার দ্বারস্থ হয় পরিবার। রবিবার কাঁথি থানায় মিসিং ডায়েরি করা হয়।

থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনো পর্যন্ত রিমার কোনও হদিস মেলেনি। চিন্তায় পরিবার।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here