করোনা মোকাবিলায় একান্ন হাজার টাকা দিলেন খড়গপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীনেন রায়

আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ মার্চ: করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীনেন রায় তাঁর বিধায়ক তহবিল থেকে ওয়েস্ট বেঙ্গল এমার্জেন্সি রিলিফ ফান্ডে একান্ন হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছেন। বুধবার তিনি এই পরিমাণ অর্থের চেক এমার্জেন্সি রিলিফ ফান্ডে জমা দেন।

এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করার লক্ষ্যে মেদিনীপুর পুরসভার উদ্যোগে বুধবার থেকে জীবানুনাশক দিয়ে শহরের রাস্তা ঘাট পরিষ্কার করা শুরু হয়েছে। আজ দমকল বিভাগের কর্মীরা তাদের গাড়ি ব্যবহার করে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকার রাস্তা ঘাট  জীবানুনাশক দিয়ে পরিষ্কার করেছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here