হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে মাস্ক বিতরণ করলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক দিপেন্দু বিশ্বাস

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৭ মার্চ:
হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মধ্যে মাস্ক বিতরণ করলেন বসিরহাট দক্ষিণের ফুটবলার বিধায়ক দিপেন্দু বিশ্বাস। এদিন সকালে বসিরহাট হাসপাতালে গিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতাল সুপারের কাছে পাঁচ হাজার মাস্ক তুলে দেন বিধায়ক। বসিরহাট থানার পুলিশ কর্মীদের কাছেও তিনি পৌঁছে দেন মাস্ক। বসিরহাট থানায় গিয়ে বসিরহাটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রেমাশিস চট্টরাজের হাতে তুলে দেন দু হাজার মাস্ক। এছাড়াও এদিন তিনি তাঁর নিজের মাইনে থেকে এক লক্ষ টাকা তুলে দেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। বসিরহাট বিডিও অফিসে বিডিও তাপস কুমার কুন্ডুর হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন দীপেন্দু বিশ্বাস।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here