অসহায়দের সহায় হলেন ঝালদার কাউন্সিলার

সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৯ মার্চ: অসহায় উপার্জনহীন পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন ঝালদা পুরসভার কাউন্সিলার সমাজসেবি সুরেশ আগরওয়াল। বাবার এই কাজে পুরবাসীদের জন্য হেল্প লাইন খুললেন ছেলে রোহিত।
    

চলছে দেশ জুড়ে লকডাউন।এক প্রকার গৃহবন্দি হয়ে সমস্যায় পড়েছেন ঝালদা পুর এলাকার দিনমজুর,  শ্রমিক, মজুর সহ দিন আনা খাওয়া মানুষ জন। এই পরিবার গুলোর কথা মাথায় রেখে ঝালদা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুরেশ আগরওয়াল নিজের ওয়ার্ড ছাড়াও ৪৫০ টি পরিবারে পৌঁছে দিলেন চাল, ডাল, আলু, সয়াবিন বড়ি, হলুদ, নুন ও হাত ধোয়ার সাবান। এছাড়া এর আগে এলাকায় মাস্ক ও স্যানিটাইজারও ওই পরিবারগুলির হাতে পৌঁছে দেন তিনি।
 

    
সুরেশবাবু জানান, ‘আগামী দিনেও এলাকাবাসীর যে কোনো সমস্যায় আমি প্রস্তুত।’ তাঁর ছেলে রোহিত আগরওয়াল একটি সহায়তা নাম্বার প্রকাশ করে বলেন,  ‘৯৮৩৬৫৫২২৪৪ নম্বরে ফোন করে ঝালদা পৌর এলাকার যেকোনো ওয়ার্ডের মানুষ সমস্যার কথা জানতে পারেন। যথাসাধ্য সাহায্য করা হবে।’
 

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here