আমাদের ভারত, হাওড়া, ১১ জুন: করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সকলের মাস্ক পরা অত্যন্ত প্রয়োজনীয়। রাজ্য সরকারের এই সতর্কবাণীকে সামনে রেখে এবারে রাস্তায় নেমে সাধারণ মানুষের মুখে মাস্ক পরিয়ে করোনা মোকাবিলায় সচেতনতার বার্তা দিলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি।
বৃহস্পতিবার বিকেলে উলুবেড়িয়ার গরুহাটা মোড়ে উলুবেড়িয়া পৌরসভার ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সানজিদা রহমানের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বিধায়ক পথ চলতি মানুষের মুখে মাস্ক পরিয়ে দেন। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী আজিজুর রহমান, বিশিষ্ট শিক্ষক মুক্তেশ দে।
এদিন বিধায়ক ইদ্রিস আলি বলেন, করোনা নিয়ে অহেতুক আতঙ্কের কোনও কারণ নেই। এই রোগ থেকে বাঁচতে হলে কতকগুলি নিয়ম সবাইকে মেনে চলতে হবে। যার মধ্যে অন্যতম মাস্ক পরা। তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মুখে মাস্ক পরা এবং কিছুক্ষণ ছাড়া ছাড়া হাত স্যানেটাইজ করা বাধ্যতামূলক। আর যদি আমরা এই গুলি নিয়ম মেনে করতে পারি তাহলে করোনা সংক্রমণ অনেকটাই ঠেকাতে পারব।
অন্যদিকে রাস্তায় নেমে সাধারণ মানুষের কাছে মাস্ক পৌঁছে দেওয়ার বিধায়কের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ।