২৪১টি বুথে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন বিধায়ক ইদ্রিস আলি

আমাদের ভারত, হাওড়া, ২০ এপ্রিল: লকডাউনের জেরে সৃষ্টি হওয়া পরিস্থিতির মোকাবিলা করতে এবার নিজের বিধানসভার ২৪১টি বুথের দরিদ্র মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলেন বিধায়ক ইদ্রিস আলি। উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি তার বিধানসভা এলাকার দরিদ্র মানুষদের খাদ্য সামগ্রী দেওয়ার পাশাপাশি মাস্ক, স্যানেটাইজার ও সাবান পৌঁছে দিচ্ছেন।

দলীয় কর্মীদের সূত্রে খবর, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে খাদ্য সামগ্রী প্যাক করার পর লিস্ট মিলিয়ে এলাকায় পাঠাচ্ছেন। এমনকি সময় পেলেই এলাকায় পৌঁছে গিয়ে মানুষের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন বিধায়ক।

এই প্রসঙ্গে বিধায়ক ইদ্রিস আলি জানান, লকডাউন শুরু হওয়ার পর থেকে মানুষ সমস্যার মধ্যে পড়েছে। বিশেষ করে দরিদ্র মানুষরা চরম অসহায় অবস্থায় আছে। আমি প্রথম দিন থেকেই এইসব মানুষের পাশে থেকে তাদের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি এবং আগামী দিনেও দেব। তিনি বলেন, দলের কর্মীদের দলমত নির্বিশেষে সকলের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য বলেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *