দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে মেদিনীপুরে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন বিধায়ক জুন মালিয়া

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ মার্চ: দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন বিধায়ক জুন মালিয়া। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর পুরসভার ১৭ নং ওয়ার্ডের মন্ডল মহল্লা এলাকায়।

রবিবার দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়েছিলেন মেদিনীপুর সদর বিধানসভার বিধায়ক জুন মালিয়া। আর বিধায়ককে দেখেই সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বেশকিছু মানুষ ক্ষোভে ফেটে পড়েন। তারা বিধায়ককে ঘিরে অভিযোগ করেন, আবাস যোজনার তালিকায় তাদের নাম আসার পরেও তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে তালিকা থেকে। প্রকৃত যোগ্য প্রাপকদের বঞ্চিত করা হয়েছে। তাদের অভিযোগ, এর আগে আমফান ঝড়ের সময় তাদের বাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার পরেও আজও মেলেনি ক্ষতিপূরণ। এই ঘটনার পর এলাকা ছাড়েন বিধায়ক।

পরে এলাকায় যান পুরপ্রধান সৌমেন খান। তিনি ক্ষুব্ধ এলাকাবাসীদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here