আমাদের ভারত, হাওড়া, ১৬ জুলাই: নিজের বিধানসভা এলাকার ছাত্র মাধ্যমিকের মেধা তালিকায় ষষ্ঠ স্থান দখল করেছে, আর সেই কৃতি ছাত্রের বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানালেন উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুলক রায়।
বৃহস্পতিবার সকালে পুলক রায় উলুবেড়িয়া খড়িয়াময়নাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌহার্দ্য পাত্রের বাড়িতে গিয়ে তার হাতে পুস্প স্তবক ও উপহার তুলে দেন। এদিন পুলক রায় সৌহার্দ্যর পাশাপাশি তার বাবা মায়ের সঙ্গে ও কথা বলেন এবং তাদের সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দেন।
পরে বিধায়ক পুলক রায় বলেন, সৌহার্দ্য উলুবেড়িয়ার পাশাপাশি হাওড়া জেলার মুখ উজ্জ্বল করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌহার্দ্যকে শুভেচ্ছা জানিয়েছেন।