মালদহে বিএসএফ জাওয়ানদের ভাইফোঁটা দিলেন বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী

আমাদের ভারত, মালদহ, ২৬ অক্টোবর: মালদহের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কেষ্টপুর এলাকার বিএসএফ জাওয়ানদের কপালে ভাইফোঁটা দিলেন ইংরেজ বাজার বিধানসভার বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। বুধবার বিকেল চারটে নাগাদ ইংরেজ বাজার থানার কেষ্টপুর ও কুমারপুর দুটি বিওপিতে কর্তব্যরত জওয়ানদের সাথে ভাইফোঁটার প্রাক মুহূর্ত কাটান তিনি, এবং ভাই ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করিয়ে বিএসএফ জওয়ানদের দীর্ঘায়ু কামনা করেন।

এবিষয়ে বিধায়ক জানান, যে সমস্ত বিএসএফ জওয়ানরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এসে মালদহের ভারত বাংলাদেশ সীমান্তে দিনরাত এক করে বাড়ির পরিবারদের ছেড়ে কর্তব্যরত রয়েছেন। তাদের মুখে হাসি ফোটানোর জন্য তিনি ভাই ফোঁটা দিলেন। পাশাপাশি তিনি আরো জানান, মা বোনেদের আত্মরক্ষার জন্য রয়েছেন বিএসএফ জওয়ানরা তাদের কথা মাথায় রেখেই বোন হিসাবে ভাইদের কপালে ফোঁটো দিয়ে সুস্বাস্থ্য কামনা করেন।

জানা গিয়েছে, মালদহের ইংরেজ বাজার থানার ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জাওয়ানদের মোট চারটি বিওপি ক্যাম্প রয়েছে। প্রত্যেকটি ক্যাম্পে গিয়ে তিনি মিষ্টিমুখের পাশাপাশি ভাইফোঁটা দিয়ে ভাইদের অর্থাৎ জওয়ানদের দীর্ঘায়ু কামনা করেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here