
আমাদের ভারত, হুগলী, ১ মার্চ: এখনও পুরভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। তা হলেও প্রস্তুতি শুরু হয়ে গেছে। দুই প্রধান প্রতিপক্ষ ইতিমধ্যেই বিভিন্ন জেলায় দেওয়াল লিখন শুরু করে দিয়েছে। হুগলীর চুঁচুড়াতেও দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল কংগ্রেস।
আজ বিধায়ক অসিত মজুমদারে নেতৃত্বে চুঁচুড়ায় শুরু হয়ে গেল তৃণমূলের পুরসভার ভোটের প্রচারের দেওয়াল লিখন। রবিবার চুঁচুড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কেওটা কুলতলা মোড়ে তৃণমূলের দেওয়াল লিখন করা হয়। বিধায়ক অসিত মজুমদার নিজেও হাত লাগান দেওয়াল লিখনে। জয়ের ব্যাপারে এখন থেকেই আশাবাদী তৃণমূল। বিধায়ক অসিত মজুমদার বলেন, কাজের নিরিখে এবারও পুরসসভা ভোটে সব আসন জিতবে তৃণমূল।