বেসরকারি স্কুলের বেআইনি নির্মাণ কাজ বন্ধ করে দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার

আমাদের ভারত, হুগলী, ৫ ফেব্রুয়ারি: নিমন্ত্রণ বাড়িতে এসে একটি বেসরকারি স্কুলের নির্মাণ কাজ বন্ধ করে দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ঘটনা হুগলীর তালডাঙা এলাকায়। চুঁচুড়ার তালডাঙা এলাকায় ওই বেসরকারি স্কুলের নির্মাণ কাজ বেআইনি ভাবে চলছিল বলে অভিযোগ ছিল দীর্ঘদিনের। এর আগেও পুরসভার পক্ষ থেকে গাছ কাটার অভিযোগে নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয় স্কুলটিকে।

যদিও সেই নির্দেশকে অমান্য করে নির্মাণ কাজ চলছিল বলে বিধায়কের কাছে অভিযোগ ছিল। আজ সেখানে আচমকা হানা দেন বিধায়ক। পাশাপাশি চুঁচুড়া থানায় বিষয়টি নিয়ে অভিযোগও করেন তিনি। পরে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে চুঁচুড়া থানা। উল্লেখ্য স্কুলের জমিটি চুঁচুড়ার মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ দাসের।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here