নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৭ জুলাই: ২০২১ এর লড়াই থেকে সরে দাঁড়ালেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। গত শুক্রবার দলের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান আগামী বিধানসভায় কারা লড়াই করতে চান। সেই বৈঠকে উদয়ন গুহ আর বিধানসভায় লড়াই করতে চান না বলে পরিস্কার জানিয়ে দিয়েছেন। যদিও লড়াই করতে গড়হাজির বলে সবার প্রথমে নাম এসেছিল রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়ের। এবার নাম আসল দিনহাটার প্রভাবশালী বিধায়ক উদয়ন গুহর।
প্রসঙ্গত, প্রয়াত ফরওার্ড ব্লকের মন্ত্রী কমল গুহের ছেলে উদয়ন গুহ। বাবার মৃত্যুর পর উদয়ন গুহ কোচবিহারের মাটিতে নিজের নাম প্রতিষ্ঠা করেন। কিন্তু রাজনীতির মঞ্চে টিকে থাকতে শেষমেষ ফরওয়ার্ড ব্লক ছেড়ে নাম লেখান তৃণমূলে। শাসক দলের টিকিটে দাঁড়িয়ে জয়ও পান। কিন্তু আগামী বিধানসভার ভোটে ঘাস ফুলের হয়ে আর লড়াই করতে চাইছেন না তিনি। তার আগামীদিনের রাজনৈতিক গতিপ্রকৃতি জানতে আমরা উদয়ন গুহকে ফোন করেছিলাম। কিন্তু তিনি আমদের ফোন তোলেননি।