বড়ঞাতে পুলিশের উদ্যোগে ভ্রাম্যমান থানা

বিশ্বরূপ অধিকারী, আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৬ সেপ্টেম্বর: মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে শনিবার বড়ঞা থানার অন্তর্গত ভাস্তুর গ্রামে করা হল ভ্রাম্যমান থানা। বড়ঞা থানার ওসি নির্মল দাসের উদ্যোগে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনা হয়। পাশাপাশি, সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার পর দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বড়ঞা থানার ওসি নির্মল দাস।

মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় থানার পক্ষ থেকে গ্রামীন এলাকায় মানুষের সাথে জনসংযোগ তৈরি করতে ভ্রাম্যমান থানা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবার বড়ঞা থানার অন্তর্গত ভাস্তুর গ্রামে এই ভ্রাম্যমান থানা করা হল এবং সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার পর দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। পুলিশ প্রশাসন শুধু থানার মধ্যে নয়, বাড়ির পাশে মানুষের মধ্যে মিশে গিয়ে এই ভাবে অভাব অভিযোগ শোনার পর খুশি প্রকাশ করেছেন ভাস্তুর গ্রামের বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *