ফের বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্র নেতার খেতাব পেলেন মোদী, বহু পিছনে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, তালিকায় নেই পুতিন

আমাদের ভারত, ৪ ফেব্রুয়ারি: হাসতে হাসতে জনপ্রিয়তার মাপকাঠিতে বিনোদন জগতের যে কোনো তারকাকে পিছনে ফেলে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী‌। যেটা তার সোশ্যাল মিডিয়ার ফলোয়ারের সংখ্যা দেখলেই বোঝা যায়। মর্নিং কনসাল্ট নামের এক মার্কিন সংস্থা জানিয়েছে, বিশ্বের সবথেকে জনপ্রিয় রাষ্ট্রনেতা ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। একটি সমীক্ষায় সবচেয়ে বেশি ৭৮ শতাংশ সমর্থন পেয়ে ফের বিশ্বের জনপ্রিয়তম রাষ্ট্রনেতার খেতাব পেয়েছেন মোদী পিছনে ফেলেছেন বিশ্বের তাবড় রাষ্ট্র নেতাদের।

মর্নিং কনসাল্ট গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল সমীক্ষা চালায় চলতি বছরের ২৬ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। বিশ্বের ২২ জন রাষ্ট্রনেতার উপর এই সমীক্ষা চালানো হয়। পছন্দের রাষ্ট্রনেতাদের নিয়ে প্রশ্ন করা হয় প্রাপ্তবয়স্ক ও শিক্ষিত নাগরিকদের। তাতে মাত্র ৪০ শতাংশ সমর্থন পেয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি। তিনি সপ্তম স্থানে রয়েছেন।

মর্নিং কনসাল্টের সমীক্ষায় গত বছরের সবথেকে জনপ্রিয় নেতা নির্বাচিত হয়েছিলেন মোদী। এ বছরেও সেই স্থান ধরে রেখেছেন তিনি। ৬৮% সমর্থন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রিজ ম্যানুয়াল লোপেজ অভ্রডার। তৃতীয় স্থানে সুইজারল্যান্ডের রাষ্ট্রনেতা অ্যালাইন বেরেসট, চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার অ্যান্টনি আলবানসে, পঞ্চম স্থানে ব্রাজিলের লুলা দা সিলভা, ষষ্ঠ স্থানে রয়েছেন ইতালির জিওর্বিয়া মেলোনি আর সপ্তম স্থানে রয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন।

রাষ্ট্র নেতাদের এই তালিকার স্থান পাননি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। সম্ভবত ইউক্রেনে হামলার কারণেই এটা হয়েছে। অন্যদিকে এই যুদ্ধ নিয়ে মোদী বলেছিলেন এটা যুদ্ধের সময় নয়। রাষ্ট্রনেতা হিসেবে মোদীর এই মন্তব্য গোটা বিশ্বে সমাদৃত হয়েছে। বিশ্বজুড়ে জনপ্রিয়তার শিখরে রয়েছেন মোদী। তার প্রমাণ এই মার্কিন সংস্থার সাম্প্রতিক সমীক্ষা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here