দেশজুড়ে করোনার টিকাকরণ খুব তাড়াতাড়ি শুরুর সম্ভাবনা, সোমবার মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে মোদী

আমাদের ভারত, ৮ জানুয়ারি: ইতিমধ্যেই করোনা মোকাবিলায় দু-দুটি টিকা ছাড়পত্র পেয়েছে ভারতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আজকেই জানিয়েছেন কিছুদিনের মধ্যেই শুরু হবে টিকাকরণ। তার আগে সোমবার ১১ জানুয়ারি দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল ৪টে নাগাদ এই বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে।

দেশে কোভ্যাক্সিন ও কোভিশিল্ডকে জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এই দুটি টিকা বন্টন সহ টিকা করণের জন্য কতটা প্রস্তুত তা নিয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে। প্রথম পর্যায়ে এই ভ্যাক্সিন পাবে স্বাস্থ্যকর্মীরা। তারপর পাবে প্রথম সারির করোনা যোদ্ধারা।

আজ স্বাস্থ্যমন্ত্রী বলেন,” অনেক কম সময়ে ভারত করোনার টিকা তৈরি করে ফেলেছে। আগামী কিছুদিনের মধ্যেই আমরা দেশবাসীকে টিকা দিতে পারব।”

তবে সূত্রের খবর আম জনতার কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার বিষয় নিয়েও আলোচনা হতে পারে সোমবারের বৈঠকে।দেশের প্রায় সব রাজ্যে ড্রাই রান চলছে। ফলে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে কত তাড়াতাড়ি টিকা পৌঁছে দেওয়া যাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ এই মুহূর্তে আপামর দেশবাসীর মনে একটাই প্রশ্ন, কবে নিজের সন্তান সহ পরিবারের সকলে করোনার ভ্যাকসিন পাবে?

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here