না না ছাড়ছেন না! নারী দিবসে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মহিলাদের হাতে তুলে দেবেন মোদী

আমাদের ভারত, ৩ মার্চ: না না তিনি সোশ্যাল মিডিয়া ছাড়ছেন না। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার পোস্ট ব্যপক চাঞ্চল্য তৈরি হয়েছিল। একেবারে হৈচৈ পড়ে যায়। বুধবার সেই হৈচৈ নিজেই থামালেন মোদী। তিনি জানালেন আগামী ৮ মার্চ অর্থাৎ নারী দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট একদিনের জন্য মহিলাদের হাতে তুলে দিতে চাইছেন তিনি। যেসব মহিলারা অন্যদের অনুপ্রেরণা তাদের কথা খোদ প্রধানমন্ত্রীর সোশ্যাল অ্যাকাউন্ট থেকে শেয়ার করা যাবে।

বুধবার টুইট করে মোদী জানান, আগামী ৮ মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মহিলাদের হাতে তুলে দেওয়া হবে। তিনি আজ লেখেন ‘এই নারী দিবসে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেওয়া হবে সেই সব মহিলাদের যাদের জীবন ও কাজ আমাদের প্রেরণা যোগায়।”

হ্যাশট্যাগ ইন্সপায়ারস আস হ্যাশট্যাগ ব্যবহার করে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে পারবেন মহিলারা।

মঙ্গলবার রাত ন’টা নাগাদ প্রধানমন্ত্রী টুইট করে বলেন আগামী রবিবার তিনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছেড়ে দিতে চলেছেন। অমনি হইচই পড়ে যায়। তাঁর ভক্তরা প্রধানমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ার না ছাড়ার অনুরোধ করতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই হ্যাশট্যাগ, নো স্যার হ্যাশট্যাগ টুইটারের ট্রেন্ড হয়ে যায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here