“আপনিই আমার কাছে ভগবান”, মহিলা অনুরাগীর কথায় চোখ জলে ভরে গেল প্রধানমন্ত্রীর

আমাদের ভারত,৭ মার্চ:আবারও সবার সামনে আবেগতাড়িত হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরখণ্ডের বাসিন্দা দিপা শাহ সরকারি প্রকল্পের সহায়তায় নতুন জীবন ফিরে পেয়েছেন। তাই সরকারি অনুষ্ঠানে প্রকাশ্যেই দীপা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। তিনি বলেন,” আমি ভগবানকে দেখিনি কিন্তু আপনার মধ্যেই আমি ভগবানকে দেখেছি, আপনি আমার কাছে ভগবান। আপনার জন্য আমি নতুন করে জীবন পেয়েছি।”

ওই মহিলার কথা শুনে আবেগ তাড়িত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। চোখে জল চলে আসে তার। এই কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

উত্তরাখণ্ডের দেরাদুনে সরকারি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির ছিলেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন পক্ষাঘাতগ্রস্থ দীপা শাহ। তিনি জানান, বছরখানেক আগে তিনি পক্ষাঘাতে শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন। মাসে তার ওষুধের খরচ ছিল প্রায় ৫ হাজার টাকা। তার পক্ষে খরচ চালানো প্রায় অসম্ভব ছিল। সেই সময় তিনি প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষোধ প্রকল্পের খোঁজ পান। এই প্রকল্পে তার ওষুধের খরচ কমে দাঁড়ায় দেড় হাজার টাকায়। আজ সেই অসুখ থেকে তিনি ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছেন। তিনি হাঁটতে চলতে পারছেন কথা বলতে পারছেন। আর এই জন্যই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি ভগবানের সঙ্গে তুলনা করেছেন।

দীপা শাহর প্রতিক্রিয়া শুনে চোখের জল আর আটকে রাখতে পারেননি প্রধানমন্ত্রীও। আবেগ তাড়িত হয়েছেন তিনি। বেশ কিছুক্ষণ মুখ নামিয়ে ছিলেন মোদী। চোখ তার জলে ভরে গিয়েছিল। যদিও খুব তাড়াতাড়ি সামলে নেন নিজেকে। এই অনুষ্ঠান থেকে করোনা থেকে বাঁচার একাধিক পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here