মন্দা, বেকারত্ব ঢাকতে মোদী সরকার সিএএ নিয়ে মাতামাতি করছে: মমতা বন্দ্যোপাধ্যায়

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৪ জানুয়ারি: মন্দার বেহাল দশা আটকাতে মোদী সরকার সিএএ নিয়ে মাতামাতি করছে। সোমবার রানিরাসমণিতে দলের ধর্নামঞ্চে এইকথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দেশে চাকরি নেই। বেকারত্ব প্রতিদিন দেশে বাড়ছে। মোদী সরকার মানুষকে স্বস্তি দিতে পারছে না। তাই মানুষের মোড় ঘোরাতে সিএএ নিয়ে বিজেপি নেতারা লাফালাফি করছে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী।

দলের ছাত্র সংগঠনের ধর্নায় প্রতিদিন নিয়মিত সন্ধ্যের পর যান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও তার ব্যাতিক্রম হয়নি। সন্ধ্যে নাগাদ মুখ্যমন্ত্রী দলের ধর্নায় আসেন। বক্তব্য রাখার সময় চেনাছন্দেই বিজেপিকে আক্রমন করতে শুরু করেন। তিনি বলেন, বাংলায় ছাত্র সমাজ কখনই এই আইন মানবে না। মোদী সরকার যত চেষ্টা করুক। বাংলা থেকেই ছাত্রসমাজ মোদী সরকারকে রাজনৈতিক ভাবে উপড়ে ফেলবে। তবে দলের ছাত্র নেতাদেরও এদিন অহিংস আন্দোলনের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। অহিংস আন্দোলনের মধ্যেই সবকিছু জয় করা যায়। তাই মোদী সরকারের বিরুদ্ধে দলের ছাত্র নেতাদের অহিংস আন্দোলনের পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here