জোর করে ধর্ম পরিবর্তন আটকাতে শীঘ্রই আইন আনছে মোদী সরকার, সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র

আমাদের ভারত, ২৮ নভেম্বর: জোর করে ধর্ম পরিবর্তন আটকাতে কেন্দ্রীয় সরকার গোটা দেশের জন্য এক আইন চালু করতে চলেছে। খুব দ্রুত সংসদে এই বিষয়ক বিল পেশ করা হবে। সুপ্রিম কোর্টকে আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

হলফনামা দিয়ে মোদী সরকার বলেছে, দেশের নানা প্রান্তে এই সমস্যার গভীরতা সম্পর্কে তারা অবহিত। বিজেপি নেতা তথা আইনজীবী অশ্বিনী উপাধ্যায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে দাবি করেছেন দেশে ধর্মান্তকরনের ঘটনা বেড়ে গেছে। জোর করে ধর্ম বদল করে দেওয়া হচ্ছে। হিন্দুত্ববাদী সংগঠনগুলি এই বিষয়ে মুসলিম ও খ্রিষ্টান প্রতিষ্ঠানগুলির দিকে আঙুল তুলেছে।

অন্যদিকে পাঞ্জাবের আকালি দল এবং শিরোমণি গুরুদ্বার প্রবন্ধ কমিটি অভিযোগ করেছে খ্রিস্টান সাংগঠনিক সংগঠন গুলির বিরুদ্ধে। তাদের বক্তব্য পাঞ্জাবের যুব সমাজের মধ্যে খ্রিস্ট ধর্মের ব্যাপক প্রচার চলছে। ধর্ম বদলে উৎসাহিত করা হচ্ছে শিখ যুব সমাজকে।

আর একদিকে সারনা ধর্মাবলম্বীরা তাদের ধর্মকে পৃথক ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছে। তাদের বক্তব্য, জৈন ও সারনা ধর্মাবলম্বীর সংখ্যা দেশের সমান অথচ জৈন পৃথক ধর্ম হিসেবে স্বীকৃতি হলেও সারনা নয়।

এটি মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি মন্তব্য করেছিলেন, ধর্ম বদল বা ভিন্ন ধর্ম গ্রহণ নাগরিকের মৌলিক অধিকারের অংশ, কিন্তু জোর জবরদস্তি তা করা হলে মেনে নেওয়া কঠিন। এই মামলায় সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে
হলফনামা দিয়ে অবস্থান স্পষ্ট করতে বলেছিল। আজ কেন্দ্রের তরফে পেশ করা হলফনামায় জানানো হয়েছে, দেশের নয়টি রাজ্যে ধর্মান্তকরণ বিরোধী আইন আছে। সেই রাজ্য গুলো হল উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, গুজরাট, ওড়িশা, ছত্রিশগড়, কর্ণাটক, ঝাড়খন্ড, হরিয়ানা।

সুপ্রিম কোর্টকে মোদী সরকার জানিয়েছে, বাকি রাজ্যগুলিতেও যাতে আইন লাগু করা যায় তার জন্য সংসদে বিল আনবে কেন্দ্র।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট সম্প্রতি জোর করে ধর্ম পরিবর্তনের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলে উত্তরাখন্ড সরকার তাদের আইন আরো কঠোর করার সিদ্ধান্ত নেয়। চলতি আইনে সাজার পরিমাণ পাঁচ বছর ছিল যা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে।

‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদের সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে ২৫ জন রিপোর্টার, বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। 🙏
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *