
আমাদের ভারত,৫ ফেব্রুয়ারি: অ্যাসল্ট রাইফেল হাতে তুলে নিয়ে একেবারে নিশানা তাকে করে গুলি চালালেন নরেন্দ্র মোদী। ডিফেন্স এক্সপো ২০২০-তে এভাবে দেখা গেল প্রধানমন্ত্রীকে । তার পেছনে দাঁড়িয়ে আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী ছাড়াও রাইফেল হাতে তুলেছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
উত্তর প্রদেশের লখনৌতে ডিফেন্স এক্সপো ২০২০ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানেই অ্যাসল্ট রাইফেল নিয়ে নিশানা তাক করেন মোদী। তবে সবটাই ছিল ভার্চুয়াল।
#WATCH Lucknow: Prime Minister Narendra Modi at a stall showcasing a virtual shooting range. #DefExpo2020 pic.twitter.com/KQTlfoUWG9
— ANI UP (@ANINewsUP) February 5, 2020
সৌজন্যে এএনআই
অত ভারী একটা অ্যাসল্ট রাইফেল এক নিমিষে তুলে ধরা দেখে অনেকেই বলেছেন প্রথমবার নিশ্চিত ভাবেই নয় এটা। সত্যিই তাই। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী প্রথমবার হাতে অস্ত্র তুলে নেযননি। বরং এই নিয়ে সর্বসমক্ষে ১১ বার তিনি অস্ত্র হাতে তুলে নিয়েছেন, তবে তার নেহাতই শখ বশত হাতে হাতে নিয়ে দেখা।