চিনের অর্ধেক নাগরিক জিনপিংকে নয়,পছন্দ করেন মোদীকে, তথ্য উঠে এসেছে সে দেশের সমীক্ষায়

আমাদের ভারত, ২৮ আগস্ট: বর্তমানে ভারতের সঙ্গে চিনের সম্পর্কের পারদ ঊর্ধ্বমুখী। গালওয়ান উপত্যকায় চিনা আগ্রাসনের ঘটনার পর থেকেই দু’দেশের সম্পর্ক অবনতির দিকে এগিয়েছে। চিনা আগ্রাসনের পাল্টা জবাব দিয়েছে ভারত সেনাও। সীমান্তে একের পর এক শক্তি বাড়িয়েছে ভারত। এইরকম উত্তপ্ত পরিস্থিতিতে এক অবাক করা সমীক্ষার রিপোর্ট উঠে এসেছে সেদেশে।সমীক্ষার রিপোর্ট অনুযায়ী চিনের অর্ধেকের বেশি মানুষ তাদের জিনপিং এর বদলে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে বেশি পছন্দ করেছে।

ভারত না চিন কোন দেশের সরকারকে বেশি পছন্দ? এই প্রশ্নের উত্তর পেতে সমীক্ষা করেছিল সেদেশের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস।আর তাতেই উঠে এসেছে এই তথ্য। সমীক্ষায় অংশগ্রহণ করা ৫০% চীনা নাগরিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের পক্ষে রায় দিয়েছেন। বাকি নাগরিক চিনা সরকারের প্রতি আনুগত্য বজায় রেখেছে।

সমীক্ষায় অন্য যে প্রশ্নগুলি ছিল তা থেকে যে বিষয়গুলো উঠে এসেছে, তা হল চিনের ৭০% মানুষ বিশ্বাস করে বিগত কিছুদিনে ভারত চিন সম্পর্ক অত্যন্ত খারাপ হয়েছে। চিনের প্রতি ভারতীয় নাগরিকরা ক্ষুব্ধ। ৩০% চিনা নাগরিকের বিশ্বাস ভবিষ্যতে ভারত চিন সম্পর্ক ভালো হবে। আবার ৯% নাগরিকের ধারণা ভারত চিন সম্পর্ক ভালো হলেও তা খুব বেশি দিন টেকসই হবে না। ২৫% মানুষের বিশ্বাস ভবিষ্যতে ভারত ও চিনের সম্পর্ক মজবুত হবে।

প্রসঙ্গত উল্লেখ্য গালওয়ান উপত্যকা ঘটনার পরই ভারতে চিনা দ্রব্য বয়কটের ডাক প্রবল হয়। আর এর প্রভাব চিনা অর্থনীতিতে ভালোই পড়েছে। ভারতের মত বিরাট বাজার হারিয়েছে চিনা ব্যবসায়ীরা। আর সেই কারণেই চিনার সাধারন নাগরিকদের মনে নিজেদের সরকারের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারই প্রতিফলন সম্ভবত গ্লোবাল টাইমসে সমীক্ষায় উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *