নেতাজীকে স্মরণ করে জানকীনাথ বসুর ডায়েরির পাতা ও ভিডিও পোস্ট করলেন মোদী

আমাদের ভারত,২৩ জানুয়ারি: ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি নিজের ডায়েরির পাতায় জানকীনাথ বসু লিখেছিলেন “আজ দুপুরে আমার পুত্র সন্তানের জন্ম হয়েছে।” জানকীনাথ বসুর সেই ডায়েরির লেখাকে তুলে ধরে বীর সুভাষচন্দ্রকে তাঁর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “এই পুত্র সন্তানই ভবিষ্যতে ভারতের স্বাধীনতা আন্দোলন বীর সেনানি। তিনি নিজের পুরো জীবন সমর্পিত করছিলেন ভারতের স্বাধীনতার জন্য। তাঁর জন্মজয়ন্তীতে তাঁকে স্মরণ করে আমরা গর্বিত”।

এছাড়াও মোদী এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মরণে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা গেছে ভারতবর্ষকে নিয়ে সুভাষচন্দ্র বসুর দেখা স্বপ্ন আমরা পুরণ করব।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here