কেউ আপনাদের অধিকার কেড়ে নেবে না, টুইটে অসমবাসীকে আশ্বাস প্রধানমন্ত্রীর

আমাদের ভারত,১২ ডিসেম্বর:নাগরিকত্ব আইন সংশোধনী বিল সংসদে পেশ হওয়ার অনেক আগে থেকেই জোরদার আন্দোলন শুরু হয়েছে অসমে। এই আন্দোলন একপ্রকার হিংসাত্মক আকার ধারণ করেছে। পরিস্থিতি সামাল দিতে বুধবার অসমের নামাতে হয়েছে সেনাবাহিনী। এরমধ্যে অসমবাসীর উদ্দেশ্যে টুইট করে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেন,” আমি আপনাদের নিশ্চয়তা দিতে চাই কেউ আপনাদের অধিকার কেড়ে নিতে পারবে না। আপনাদের নিজস্ব পরিচিতি ও উন্নত সংস্কৃতি অক্ষুন্ন থাকবে ও দিনে দিনে তা আরো বিকশিত হবে”। প্রধানমন্ত্রী আরও লিখেছেন কেন্দ্রীয় সরকার ও আমি নিজে আপনাদের আশ্বস্ত করতে চাই, অসমের রাজনৈতিক ভাষাগত সাংস্কৃতিক ও জমির অধিকার অক্ষুণ্ন থাকবে।”

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে একরকম রণক্ষেত্র হয়ে উঠেছে উত্তর-পূর্ব ভারত। বিক্ষোভের আগুনে জ্বলছে অসম ত্রিপুরা। বন্ধ রয়েছে ইন্টারনেট ও মোবাইল।

এদিকে মোদীর করা টুইটের পরেই কংগ্রেসের তরফে সেই টুইটের প্রেক্ষিতে পাল্টা টুইট করে বলা হয়েছে, “আমাদের অসমের ভাই ও বোনেরা মোদিজীর আশ্বস্ত করার বার্তা পড়তে পারছেন না।যদি ভুলে গিয়ে থাকেন তাহলে মনে করিয়ে দিই যে সেখানে ইন্টারনেট ও মোবাইল বন্ধ”।

বুধবার রাজ্যসভাতে পাশ হয়ে যায় নাগরিকত্ব সংশোধনী বিল। আর তারপরই নতুন করে উত্তেজনা ছড়ায় ওই রাজ্যগুলিতে। একাধিক হিংসাত্মক ঘটনা খবর উঠে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ত্রিপুরায় গুলি চালিয়েছে পুলিশ বলে খবর। গুয়াহাটি সহ একাধিক জায়গায় জারি হয়েছে কারফিউ।

বুধবার রাতে গুয়াহাটি রাজপথে নেমে প্রতিবাদে সামিল হন ১০ হাজারেরও বেশি মানুষ। হাত কেটে রক্ত দিয়ে পোস্টার লিখেছে প্রতিবাদী ছাত্রছাত্রীরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here