সোশ্যাল মিডিয়া থেকে বেড়িয়ে যাচ্ছেন মোদী, টুইট করে জানালেন প্রধানমন্ত্রী

আমাদের ভারত,২ মার্চ: সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে সারা বিশ্বে তিনি অন্যতম জনপ্রিয় মুখ। ফেসবুক পেজে লাইকের সংখ্যায় তার থেকে অনেক পিছনে রয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পও। কিন্তু এবার সেই সোশ্যাল মিডিয়া থেকেই বিদায় নিতে চাইছেন নরেন্দ্র মোদী। সোমবার রাতে প্রধানমন্ত্রী স্বয়ং নিজেই এ কথা জানিয়েছেন।

নোট বন্দী হোক বা ৩৭০ ধারা তুলে নেওয়া। মোদীর সব সিদ্ধান্তই হঠাৎ করে জানা গেছে। একই রকম ভাবে সোমবার রাত নটা নাগাদ হঠাৎ সোশ্যাল মিডিয়া থেকে বেড়িয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করা হয়েছে তাতে লেখা আছে “এই রবিবার ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং ইউটিউব একাউন্ট ছেড়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করছি। এ বিষয়ে অবশ্যই বিশদ জানাবো।”

এ বিষয়ে জানার চেষ্টা করলে প্রধানমন্ত্রী দপ্তর কিংবা ঘনিষ্ঠরা কেউই কিছু বলতে পারেননি। তারা শুধু জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে পুরো পরিকল্পনা প্রকাশিত হবে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এবং সক্রিয় বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম মোদী। ৫.৩ কোটিরও বেশি ফলোয়ার রয়েছে তার টুইটারে। ফলে মোদীর এই টুইট ঘিরে সোশ্যাল মিডিয়ায় হৈচৈ পড়ে গেছে। হঠাৎ কেন মোদী সোশ্যাল মিডিয়া ছাড়তে চাইছেন তা অবশ্যই জানতে চাইছেন মানুষ? সোশ্যাল মিডিয়া ছাড়লে তিনি কিভাবে বিভিন্ন বিষয়ে পোস্ট করবেন তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here