পরিবেশ দিবসে বৃক্ষরোপণে জীববৈচিত্র রক্ষার বার্তা মোদির, আমফানের ক্ষতিপূরণ চান মমতা

চিন্ময় ভট্টাচার্য, আমাদের ভারত, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণের মাধ্যমে জীববৈচিত্র রক্ষার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, বৃক্ষরোপণ করে রাজ্যে আমফানের ক্ষতি পূরণের আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সম্প্রতি ঘূর্ণিঝড় আমফানে রাজ্যের বিপুল ক্ষতি হয়েছে। ঝড়ে উপড়ে পড়েছে একের পর এক গাছ। তার একমাত্র দাওয়াই বনসৃজন। এই বার্তা দিয়ে এবং সকলকে বিশ্ব পরিবেশ দিবসে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন টুইট করেন, ‘সবুজ বাঁচাও, জীবন বাঁচাও। ঘূর্ণিঝড়ের পরে কলকাতা ও দক্ষিণবঙ্গের অপরিমেয় প্রাকৃতিক ক্ষতি হয়েছে। ১০ হাজারের বেশি গাছ উপড়ে গিয়েছে। রাজ্যকে পুনরায় সবুজ করে তুলতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

করোনা আবহের মধ্যে বসুন্ধরাকে বাঁচাতে এদিন সবাইকে নিজের কাঁধে দায়িত্ব তুলে নেওয়ার বার্তা দিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দেশবাসীর উদ্দেশে লিখেছেন, ‘বিশ্ব পরিবেশ দিবসে আমাদের গ্রহের উত্‍‌কৃষ্টমানের জীববৈচিত্র সংরক্ষণের অঙ্গীকারের কথা স্মরণ করি। প্রাণী ও উদ্ভিদকূলকে রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে যতটা সম্ভব এগিয়ে আসতে হবে, যাতে পৃথিবী আরও উন্নত হয়। যেন আগামী প্রজন্মের জন্য আরও সুন্দর বসুন্ধরা রেখে যেতে পারি।’

এবছর পরিবেশ দিবসের থিম জীববৈচিত্র। মূল আয়োজক দেশ কলম্বিয়া। বিশেষজ্ঞদের মতে, জীববৈচিত্র হারালে করোনার মতো আরও ভয়ঙ্কর ও সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে। করোনা ভাইরাসের জন্য এবছর নানা বিধিনিষেধ থাকায়, ভার্চুয়ালি পরিবেশ দিবস পালন করছে পরিবেশ মন্ত্রক। তবে কেন্দ্র ও রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে রাজনৈতিক নেতারা বৃক্ষরোপণ করেছেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও এদিন বৃক্ষরোপণ করে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত করেছেন। বিজেপির কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলার নেতারাও এদিন জেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here