লকডাউনেও সিএএ বিরোধী ধর্না রাজাবাজারে চলবে, জানালেন আন্দোলনকারী মহম্মদ উমর

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৩ মার্চ :
লকডাউনেও সাড়া দিতে নারাজ রাজাবাজারে সিএএ বিরোধী আন্দোলনকারীরা। সোমবার রাজ্যে লকডাউনের পরেও রাজাবাজারের আন্দোলন চলবে বলে জানিয়েছেন এই আন্দোলনের কনভেনার মহম্মদ উমর। তিনি বলেন, আমরা সিএএর বিরোধীতায় মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবো। প্রতিদিন রাজাবাজারে ধর্নায় বসা হবে। পার্কসার্কাসের আন্দোলনকারীও জানিয়ে দিয়েছিল, তারাও ধর্না চালিয়ে যাবে।

তবে করোনা ভাইরাসের জন্য আমরা জমায়েতে রাশ টানছি। প্রতিতিন চার থেকে পাঁচজনের বেশি রাজাবাজারের জমায়েতে মানুষ আসবে না। তার জন্য আমরা সকল আন্দোলনকারীর কাছে আবেদন রেখেছি বলে জানান রাজাবাজার সিএএ বিরোধী আন্দোলনের কনভেনার মহম্মদ উমর। তিনি বলেন, করোনা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবার পর ফের বড়ো জমায়েত হবে। তবে লকডাউনের মধ্যে বড়ো জমায়েত হবে না। আন্দোলনকারীদের ধর্নায় বসার আগে ভালো করে হাত ধুয়ে বসতে হবে। এমনকি মুখে মাস্ক থাকবে বলেও জানান মহম্মদ উমর।

One thought on “লকডাউনেও সিএএ বিরোধী ধর্না রাজাবাজারে চলবে, জানালেন আন্দোলনকারী মহম্মদ উমর

  1. B.Nanak. says:

    বেশী ভালো ভালো নয়
    সকলের তরে সময়ের
    চাকাঘোরে মনে রেখো
    একদিন পালাবদলের
    দিন,নিয়ম মাফিক কড়া
    নাড়ে তোমার দুয়ারে।দেশ
    কারো গোলামী করেনা
    গাদ্দদারি পায়ে পিসে যাবে
    দেখো খন্দরে পড়োনা

Leave a Reply to B.Nanak. Cancel reply

Your email address will not be published. Required fields are marked *