দিলীপ ঘোষের বাবা তুলে চ্যালেঞ্জ ছুঁড়লেন মহম্মদ সেলিম  

সাথী প্রামানিক, পুরুলিয়া, ২ ফেব্রুয়ারি: দলের প্রতিষ্ঠার শতবার্ষিকী অনুষ্ঠানে বিজেপি ও তৃণমূলের যোগসাজোশের অভিযোগ তুলে তুলোধনা করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। রবিবার পুরুলিয়ার রাসমেলা ময়দানে অনুষ্ঠিত দলীয় ওই সভায় বক্তব্যে প্রথম থেকেই আক্রমণাত্মক হন সিএএ এবং এনআরসি ইস্যুতে। তিনি বলেন,‘আমরা বাম পন্থীরা কোনও ভাবেই এনআরসি হতে দেব না। দিলীপ ঘোষের বাপের হিম্মত নেই যে কোনও বাঙালিকে কাঁটা তারের ওপারে নিয়ে যেতে পারেন।’ 

এদিন বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘যখন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তখন কোনও বাপের ব্যাটা দিলীপ ঘোষের সাহস ছিল যে বলে দিতে পারে দু’কোটি মানুষকে তাড়িয়ে দেব?আজকে কেন বলছে? কারণ নবান্নের চৌদ্দ তলায় চোর চট্টাদের আড্ডা হয়ে গিয়েছে। আর মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দিল্লিতে আবার রাজভবনে বৈঠক করছেন।এনআরসি নিয়ে চোরি চোরি চুপকে চুপকে হয় না। ওটা পার্লামেন্টে হয়। আর সেখানে যখন আইন নিয়ে কথা হচ্ছিল তখন তৃণমূলের এমপিরা হাজির হননি।’ এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, দিদির দেরিতে ঘুম ভেঙেছে। ভোরে ঘুম ভাঙলে মোরগের ডাক শুনতে পেতেন। দেরিতে উঠায় কাকের ডাক শুনতে পাচ্ছেন।’ তিনি ফের কটাক্ষ করে বলেন, ‘মা মাটি মানুষ বলে কাটমানি খাওয়া যায়, টাকা চুরি করা যায়, আরএসএসের বিরুদ্ধে লড়া যায় না। বিজেপির বিরুদ্ধে লড়া যায় না। লড়তে গেলে ইনক্লাব জিন্দাবাদ বলতে হয়।’

   

সিএএ এবং এনআরসি ইস্যুতে প্রাক্তন বাম সাংসদ সেলিম কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, ‘নাথুরামের উত্তরসূরিরা ক্ষুদিরামের উত্তরসূরিদের জিজ্ঞেস করছে যে তোমরা কোন দেশের নাগরিক? তোমাদের কাগজ কী আছে? তোমরা দেশপ্রেমি কি না? এটা কখনও সম্ভব? যাঁরা দেশ স্বাধীনের জন্য এক ফোঁটা রক্ত দেননি তাঁদের বংশধররা এই অধিকার পেতে পারেন না।’
   

এদিন কেন্দ্রীয় বাজেটেরও নিন্দা করে সেলিম বলেন, ‘অর্থ মন্ত্রী পুঁজিপতি, শেয়ার মার্কেটে জাঁকিয়ে বসেছেন তাঁদের স্বার্থে বাজেট পেশ করেছেন। বড় বড় পুঁজিপতিদের করে ছাড় দিচ্ছেন।’ এদিন বাজেটের সমালোচনা করেন প্রাক্তন বর্ষীয়ান সাংসদ বসুদেব আচারিয়াও।   

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here