পশ্চিম মেদিনীপুর জেলার সাউরীতে চলছে মৈত্রী মেলা ২০২০

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি:
পশ্চিম মেদিনীপুর জেলার সাউরীতে চলছে সাউরী মৈত্রী মেলা ২০২০। সাউরী কোটবাড় ভাতৃ সংঘের পরিচালনায় এই মেলা এবছর তৃতীয় বর্ষে পদার্পন করল। গত ২ ফেব্রুয়ারি শুরু হওয়া এই মৈত্রী মেলা চলবে আগামী ৮ফেব্রুয়ারি পর্যন্ত। সেফ ড্রাইভ সেভ লাইফের মত জনসচেতনাতা মূলক বার্তা দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা।

এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি, শঙ্কর ভুইঞা, সংগঠনের কর্মীরা সহ এলাকার বিশিষ্ট জনেরা। এই অনুষ্ঠানে এলাকার সন্মানীয় শিক্ষক শঙ্কর ভুইঞার বিশেষ যোগদান ছিল বলে জানা গিয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here