দেশের ২৮ তম সেনাপ্রধান হলেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে

আমাদের ভারত,৩১ ডিসেম্বর:দেশের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। তিনি ভারতবর্ষের ২৮ তম সেনাপ্রধান‌। এতদিন নারাভানে ছিলেন সেনাবাহিনীর ভাইস চিফ অফ আর্মি স্টাফ। মঙ্গলবার সেনাপ্রধান হিসেবে জেনারেল বিপিন রাওয়াতের কার্যকালের মেয়াদ শেষ হল। ১ জানুয়ারি থেকে তিনি দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন।

১৯৮০ সালে সেনাবাহিনীর লাইট ইনফেন্ট্রি রেজিমেন্টে যোগদান করেন নারাভানে। চার দশক ধরে দেশের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেছেন তিনি। দেশের উত্তর-পূর্বাঞ্চল, কাশ্মীরের জঙ্গি উপদ্রুত এলাকাতে কাজ করেছেন নারাভানে। এছাড়াও শ্রীলঙ্কায় ভারতের পাঠানো শান্তিবাহিনীতে ছিলেন জেনারেল নারাভানে। মায়ানমারে ভারতীয় দূতাবাসের ডিফেন্স অ্যাটাসে হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

২০১৯ সালে দেশের সেনাবাহিনীর উপ-প্রধান হওয়ার আগে চার হাজার কিলোমিটার ভারত-চীন সীমান্ত প্রহরা নিয়োজিত ইস্টার্ন কমান্ডোর প্রধান ছিলেন তিনি। জম্মু-কাশ্মীরের বিশেষ দক্ষতায় কাজ করার জন্য বিশিষ্ট সেনা মেডেল পেয়েছেন নারাভানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *