
আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ মার্চ: করোনা ভাইরাসের কারণে খড়গপুর দু নম্বর ব্লকের মাদপুরে এবছর মনসা মায়ের মহামেলা বন্ধ করে দেওয়া হয়েছেl আগামীকাল শুক্রবার থেকে এই মেলা হওয়ার কথা ছিলl কিন্তু করোনা ভাইরাসের কারণে লোক ও ভক্ত সমাগম এড়াতে মেলা কমিটি এই সিদ্ধান্ত ঘোষণা করেছেl এক বিজ্ঞপ্তি জারি করে কুড়ি মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত মনসা মন্দিরের গেট বন্ধ থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছেl মাদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তি জনসাধারণের জ্ঞাতার্থে জারি করা হয়েছেl