পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় শহিদ দিবস পালনের আরো খবর

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ জুলাই:
২১ জুলাই উপলক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার আরো বেশ কিছু এলাকা থেকে শহিদ দিবস পালনের খবর এসেছে। মেদিনীপুর শহরের পঞ্চুর চকে সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকায় এলইডিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার ব্যাবস্থা করা হয়। সিপিএম বিজেপি থেকে আসা ১০০ জন তৃণমূল কংগ্রেস দলে যোগ দেন। উপস্থিত ছিলেন অজিত মাইতি, উত্তরা সিং হাজরা, বিশ্বনাথ পাণ্ডব, নির্মাল্য চক্রবর্তী, মোহম্মদ রফিক গোপাল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কেশিয়াড়ী ব্লকের নছিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জ্যোতিকৃষ্ণপুর বুথ এলাকায় শহিদ দিবস পালন করেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরোয়া ভাবে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে শহিদদের। বুথের কর্মীরা পতাকা উত্তোলন করে ও শহিদ বেদীতে মাল্যদান করে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে। উপস্থিত ছিলেন নছিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্য্যকারী সভাপতি সতনু মিশ্রি, জ্যোতিকৃষ্ণপুর বুথ তৃণমূল কংগ্রেসের সভাপতি রাধাকান্ত ভুঁইঞা, বুথের কার্য্যকারী সভাপতি আমিন ভুঁইঞা সহ অনেকেই। একুশে জুলাই উপলক্ষ্যে আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর দু’নম্বর ব্লকের সাকোয়াতে দলের পতাকা উত্তোলন করেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি। এদিন সাকোয়া এলাকার দেড়শো জন বিজেপি কর্মী দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি। আজ জেলার ২ হাজার বুথে ৮ -১০ হাজার বিজেপি নেতা, কর্মী ও সমর্থক তৃণমূলে যোগদান করেন বলে তাঁর দাবি।

এদিন নারায়ণগড়ে টিভির সামনে বসে দলনেত্রীর বক্তব্য শুনছেন দলীয় কর্মীরা। মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদনীপুরে নারায়ণগড় ৬ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালযয়ের টিভির সামনে বসে বক্তব্য শোনেন তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সূর্যকান্ত অট্ট, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাধাকান্ত দা, জেলা যুব নেতৃত্ব অপূর্ব অট্ট ও অঞ্চলের অন্যতম নেতৃত্ব শেখ শারিফ সহ একাধিক তৃণমূলের কর্মীরা। শালবনি বিধানসভার অন্তর্গত ২২টি সংসদে শহিদ স্মরণ ও পতাকা উত্তোলন করা হয়। দলীয় পতাকা উত্তোলন করে শহিদদের স্মৃতি চারণ করেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিমাই রতন ব্যানার্জি, ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি রাজীব ঘোষ, ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রামদয়াল পান্ডে, ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক রাজু ন মোল্লা, ব্লক যুব কনভেনার সাগর মন্ডল সহ অঞ্চল, ব্লক, বুথের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *