
আমাদের ভারত, মালদা, ১৬ মার্চ: বন্ধ পথ। মহদীপুর সীমান্তে আটকে শতাধিক বাংলাদেশী। করোনা ভাইরাসের কারণে আচমকা বন্ধ সীমান্ত পথ। আর এতেই বিপাকে পড়েছেন শতাধিক বাংলাদেশের নাগরিক।
ইংরেজবাজার থানার ভারত–বাংলাদেশ সীমান্ত পথে দাঁড়িয়ে পঞ্চাশোর্ধ্ব মুরসেদা বেগম, ইসমাইল হোসেন সহ আরো অনেক বাংলাদেশী জানান, চিকিৎসার জন্য এই পথ দিয়ে ভারতে তথা পশ্চিমবাংলায় এসেছিলেন। কলকাতার এক বেসরকারী চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা হয়। এখন তাদের বাড়ি ফেরার সময়। পার্সপোর্টেরও সময়সীমাও শেষ। শুধু কি তাই, হাতে টাকাও শেষ। কিন্তু এখন আর দেশে ফিরতে পারছেন না। ফলে আটকে রয়েছেন মালদার মহদীপুর সীমান্তে।
আবার অনেকে ব্যবসায় জন্য এদেশে এসেছিলেন। তারাও আটকে রয়েছেন। ফিরতে পারছেন না দেশে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে সীমান্ত সিল করা হয়েছে। ফলে মালদার মহদীপুর সীমান্তের কেন্দ্রীয় শুল্ক দপ্তরের কর্তারা এপারে আসা বাংলাদেশী নাগরিকদের দেশে ফিরে যাওয়ার অনুমতি বন্ধ করে দিয়েছেন। যদিও এনিয়ে সংশ্লিষ্ট আধিকারিক সহ জেলার প্রশাসনিক কর্তারা মুখে কুলুপ এঁটেছেন। যদিও এই সীমান্ত দিয়ে রপ্তানি ব্যানিজ্য এখনও খোলা রয়েছে। স্কিকিং করে সীমান্ত ব্যানিজ্য চলছে। শুধু বাংলাদেশ থেকে জামা কাপড়,জুট,সুপারি সহ একাধিক পন্য আমদানী বন্ধ রয়েছে। এই বিষয় নিয়ে জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া জানান তিনি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করবে বলে জানান।