শালবনীতে চার শতাধিক বিজেপির কর্মী সমর্থকের তৃণমূলে যোগদান

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জুন: আজ শালবনীর বাঁকিবাঁধ অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজিত একটি সভায় এলাকার চারশোরও বেশি বিজেপির কর্মী এবং সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। উদ্ধার হয় বিজেপির দ্বারা দখল হয়ে যাওয়া সেখানকার আইএনটিটিইউসি কার্যালয়। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নেপাল সিংহ, জেলা আইএনটিটিইউসির সভাপতি নির্মল ঘোষ।

উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব গোপাল সাহা, সুজয় হাজরা বিশ্বনাথ পাণ্ডব, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি লক্ষীকান্ত ভুঁইঞা, চেয়ারম্যান রামপদ মাহাতো, কর্মাধ্যক্ষ নিতাই মাহাতো, প্রধান কৌশিক দোলই, শেখ ইলিয়াস, আনসার আলী খান, বাসুদেব ভুঁইঞা, অরূপ গোস্বামী, সহ তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব সন্দীপ সিংহ, মাহমুদ আলম, শেখ ইমরান, রাকেশ সেনাপতি প্রমুখ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here