
আমাদের ভারত, হাওড়া, ২৪ মার্চ: লকডাউন নিয়ে সরকারি নির্দেশ অমান্য করায় উত্তর হাওড়ার ছটি থানা এলাকা থেকে একশোর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশ। হাওড়া সিটি পুলিশের এসিপি নর্থ অমিত কুমার সাউ বলেন, শুধুমাত্র গোলাবাড়ি থানা পিলখানা এলাকা থেকেই ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট গ্রেপ্তার একশোর বেশি।
গতকাল বিকেল পাঁচটার পর গোটা হাওড়া জুড়ে লকডাউন শুরু হয়। এর প্রেক্ষিতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ছোট ছোট দল তৈরি করে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ দোকান মালিকদের অনুরোধ করে দোকান বন্ধ করে দেওয়ার জন্য। একমাত্র অত্যাবশ্যকীয় জিনিসের দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হয়। মোড়ে মোড়ে জটলা দেখলে পুলিশ এবং র্যাফ লাঠি উঁচিয়ে তাড়া করে। স্থানীয় মানুষদের ঘরে ঢুকিয়ে দেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে লকডাউন নিয়ে সাধারণ মানুষকে লাগাতার সতর্ক করা হবে।