জনতা কারফিউয়ের সমর্থনে কলকাতার প্রাতঃভ্রমণকারীরা

নীল বনিক, আমাদের ভারত, ২২ মার্চ: প্রধানমন্ত্রীর জনতা কারফিউয়ের ডাকে সাড়া দিলেন কলকাতার প্রাতঃভ্রমণকারীররা। আর সেই ছবি ধরা পড়ল কলকাতার ভিক্টোরিয়ার মাঠে। প্রতিদিন সকাল পাঁচটার মধ্যে প্রচুর মানুষ ভিক্টোরিয়ার লনে আসেন। যদিও অনেক আগেই ভিক্টোরিয়ার মিউজিয়াম বন্ধ করাহয়েছিল দর্শকদের জন্য। তবে প্রাতঃভ্রমনকারীদের কথা মাথায় রেখে লন খোলা রয়েছে।

রবিবার ভিক্টোরিয়ার গেট ছিল সকালে পুরোপুরি বন্ধ। সকালে ভিক্টোরিয়ার সামনে কোনও মানুষ হাঁটতে বা শরীরচর্চা করতে আসেননি। এমনকি রেড রোড বা ময়দান চত্বরেও শরীর চর্চা করতে শহরবাসী আসেননি।

প্রধানমন্ত্রী সকাল সাতটার সময় থেকে জনতা কারফিউয়ের ডাক দিয়েছেন। কিন্তুু অনেক মানুষ আছেন যারা সকাল সাতটার আগে প্রতঃভ্রমণ ও শরীর চর্চা সেরে ঘরে চলে যান। তারাও জনতা কারফিউয়ের দিন ভিক্টোরিয়া বা ময়তান মুখো হননি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here