পড়াশোনার জন্য শিশুকে পিটিয়ে মারার অভিযোগ মায়ের বিরুদ্ধে

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৫ জানুয়ারি: শিশুকে পিটিয়ে মারার অভিযোগ মায়ের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তেজনা ছড়ায় ক্যানিং মহকুমা হাসপাতালে। উত্তেজনা ঠেকাতে জনতাকে লাঠি উঁচিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

মৃত শিশুর নাম পিয়াশা সরকার(, ৯)। মৃত শিশুর পরিবারের অভিযোগ, পরীক্ষায় যাতে ভালো ফল করতে পারে সেজন্য সব সময় তাঁর মা তাকে মারধর করতেন। তাকে মারধর এর প্রতিবাদ করলে বাড়ির সবার সাথে অশান্তি করতেন তিনি। তাঁদের পরিবারের আরও অভিযোগ, যদি বাচ্চাটা অসুখে মারা যেত তাহলে তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন এলো কথা থেকে? তাঁকে মারধর করে মেরে ফেলা হয়েছে দাবি পরিবারের। এই ঘটনায় শিশুটির মা সহ চারজনকে আটক করেছে ক্যানিং থানার পুলিশ। মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ক্যানিং থানার পুলিশ। তবে অসুস্থতার কারণে মৃত্যু না পিটিয়ে মারা হয়েছে শিশুটিকে তা জানার জন্য ময়নাতদন্তের রিপোর্ট এর জন্য অপেক্ষা করতে হবে বলে পুলিশ জানিয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here