করোনার হাত থেকে রক্ষা পেতে মন্দির তালাবন্ধ রেখেই মা বয়রার বিশেষ মহাপুজো

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৭ এপ্রিল: ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন মেনে বন্ধ রাখা হয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালী মাতার মন্দির বয়রা কালী মন্দিরের দরজা। এই লকডাউনের মধ্যে ২৩ চৈত্র বাৎসরিক মহাপুজোর দিনক্ষণ পড়েছে। সরকারি নিয়ম ভাঙ্গার উপায় নেই, তাই অনাড়ম্বর ভাবে এবারে অষ্টধাতু মুর্ত্তির বাৎসরিক মহাপুজোর আয়োজন হয়েছে। বিশ্বের মানবসভ্যতাকে করোনা নামক অশুভ শক্তির হাত থেকে রক্ষার সংকল্প নিয়ে সোমবার কালিয়াগঞ্জ মা বয়রার এই বিশেষ মহাপুজো হচ্ছে।

মন্দির কমিটির যুগ্ম সম্পাদক সৌমেশ লাহিড়ী বলেন, অষ্টধাতু মুর্ত্তি প্রতিষ্ঠা দিবসে বিশেষ বাৎসরিক মহাপুজো এই প্রথম অনাড়ম্বর ভাবে করতে হচ্ছে। করোনার জেরে মন্দিরের দ্বার যেমন বন্ধ, তেমনি পুজোয় অংশ গ্রহন বা ভোগ নিবেদন করা যাবেনা। মন্দিরে পুরোহিতেরা এবারে পুজোর ব্যবস্হা করছে। মা বয়রার পুজো হয়ে থাকে ১৬ উপাচার দিয়ে, এই পরিস্থিতিতে এবারে ১০ উপাচার দিয়ে হবে মায়ের পুজো। শাল,শোলের মতো পাঁচ মাছের ভোগ, ফল ভোগ থাকছে।
মন্দির কমিটির অন্যতম সদস্য তথা তৃণমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল জানান, জন্মের পর থেকে মায়ের মন্দিরে পুজো ঘিরে যে জনসমাগম দেখে আসছি এবারে তা নেই, এটা ভাবতেই কষ্ট হচ্ছে। বহুবছর ধরে মায়ের পুজোর যোগাড় করতাম নিজের হাতে। এবারে তা করতে পারছিনা বলে মনে প্রচন্ড কষ্ট পাচ্ছি। খুব তাড়াতাড়ি মা বয়রা তাঁর করুনা দিয়ে করোনাকে দমন করুক এই আমার প্রার্থনা।

কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মা বয়রা কালীমন্দিরে অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা পুজোতে যেমন থাবা বসিয়েছে করোনা, তেমনি ১৪ এপ্রিল পয়লা বৈশাখের সকালে মহাপুজো একই ভাবে বন্ধ থাকবে লকডাউনের জেরে। সরকারি ঘোষনা মতো ১৪ এপ্রিল রাত ১২ টা পর্যন্ত আছে লকডাউন। যদি তা প্রত্যাহার হয় আগে তাহলে অবশ্য পয়লা বৈশাখের পুজো হবে। নইলে এভাবেই মন্দির তালাবন্ধ রেখে পয়লা বৈশাখে মায়ে পুজোর আয়োজন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *